পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ জানুয়ারি) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইন, চ্যানেল সিক্স এর কক্সবাজার (উত্তর) জেলা প্রতিনিধি এম.জুবাইদ, সামশুল ইসলাম।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফা দিদা, অরিন্দম দেবনাথ, নুরমোহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন মাহামুদ, মাও.রুহুল আমিন, আব্দুল গফুর, কাদের আল নেওয়াজ, ইফতেখার উদ্দিন, মোস্তাফা, সাবিনা, হাছাঙ্গীর, কফিল উদ্দিন, আমিন প্রমুখ।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে। এ সময় প্রধান অতিথি বলেন, পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে বিনোদনের প্রতি মনোনিবেশ করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ভালো প্রতিযোগী সৃষ্টি করলে বিভিন্ন ইভেন্টে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় চ্যাম্পিয়ন অর্জন করতে পারবে বলে আমার দৃঢ বিশ্বাস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন