Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, গ্রাম হবে শহর: এমপি জাফর আলম

চকরিয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার তিনটি ইউনিয়নের গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

সরকার প্রধান শেখ হাসিনার ঘোষণা মোতাবেক উন্নয়নের আলোতে গ্রাম হবে শহর’ কার্যক্রমের আওতায় পেকুয়া উপজেলা এলইজিডি চলতি অর্থবছরে উপজেলার গ্রামীণ জনপদে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দে নতুন সড়ক নির্মাণ কাজের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি চূড়ান্ত করেছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পেকুয়া উপজেলার তিনটি ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব-উল করিম, পেকুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরী, টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় সংসদ সদস্য যেসকল উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন সেগুলো হলো- তারমধ্যে রয়েছে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২ কিমি এইচবিবি দ্বারা সড়ক উন্নয়ন কাজ, উজানটিয়া ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প যথাক্রমে ১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে সোনালী বাজার আরএইচডি-মাতারবাড়ী জিসি-ভায়া উজানটিয়া স্টিমার ঘাট পর্যন্ত ১ হাজার ৪শ’ ৫০ মিটার সড়ক উন্নয়ন,  ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সোনালী বাজার হতে উজান টিয়া সাইক্লোন শেল্টার কানেক্টিং রোড কার্পেটিং দ্বারা ১ হাজার ২শ’ ২৫ মিটার সড়ক উন্নয়ন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে গোদারপাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের পুনঃ নির্মাণ কাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরে পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করা হবে। সেই আলোকে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নে গ্রামে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। আজ পেকুয়া উপজেলার তিনটি ইউনিয়নের গ্রামীণ জনপদে ৫ কোটি টাকা বরাদ্দে নতুন সড়ক নির্মাণ কাজের সূচনা করা হয়েছে। এই ধারা আগামীতে দুই উপজেলার প্রতিটি অঞ্চলে পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চকরিয়া-পেকুয়া অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলাকে সমান অগ্রাধিকার দেয়া হবে। আগামী পাঁচবছরে সরকার প্রধানের সার্বিক সহযোগিতায় পরিকল্পিত উন্নয়নে চকরিয়া-পেকুয়া উপজেলাকে দেশের একটি মডেল টাউনে পরিণত করতে চাই। সেইজন্য সকলস্তরের জনসাধারণের সহযোগিতা চাই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন