প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় ফানুস তৈরির সরঞ্জাম বিতরণ

চকরিয়া প্রতিনিধি:

বৌদ্ধ  ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ২৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে । আর এ উৎসবকে ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিরাজ করছে নানা ধরণের আমেজ।

এ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় সীমান্তবর্তী ফাইতংয়ে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ার লোকজনের মাঝে ফানুস তৈরির নানা সরঞ্জাম ও নগদ অনুদান প্রদান করেছে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা।

বৃহস্পতিবার(১১অক্টোবর) দুপুরে ফাইতং ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় ফানুস তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুইচিং মং মার্মা, যুবলীগ নেতা চিংমং মার্মা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মংম্রাউ মার্মা, সহ-সভাপতি ফাইনু মং মার্মাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের লোকজন, যুবলীগ, ছাত্রলীগসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইং সানু মার্মা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হলো শুভ প্রবারণা পূর্ণিমা। এ দিনে বৌদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজাসহ ফানুস ওড়ানোর মতো নানা ধর্মীয় রীতিনীতি পালন করা হয়।

তিনি বলেন, বৌদ্ধদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে ঘিরে তরুণ বয়সের উঠতি ছেলে-মেয়েদের মাঝে ফানুস ওড়ানোর মতো অনুষ্ঠানে ব্যাপক আনন্দ দেয়। এ নিয়ে সকলেই মাঝে এক ধরণের আমেজ বিরাজ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন