কক্সবাজার সদরে ঈদগাঁহ নামে

প্রস্তাবিত নতুন উপজেলা বাস্তবায়নে সরকারি পত্র জারি

fec-image

কক্সবাজার সদরের ৫ ইউনিয়ন নিয়ে পৃথক ঈদগাঁহ নামের প্রস্তাবিত নতুন উপজেলা বাস্তবায়নকল্পে সরকারি প্রথম পত্র জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা।

২৪ জুন ২০১৯ ইংরেজি ওই মন্ত্রণালয়ের উপ সচিব নুমেরী জামানের স্বাক্ষরে জারিকৃত সরকারি প্রথম পত্রে প্রস্তাবিত উক্ত নতুন ঈদগাঁহ উপজেলা গঠনের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পত্রটি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্মারক নং মূলে জেলা প্রশাসক কক্সবাজার বরাবরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

উক্ত প্রস্তাবিত উপজেলার ইউনিয়ন গুলো হচ্ছে ঈদগাঁহ সদর ইউনিয়ন, ইসলামপুর, ইসলামাবাদ ,জালালাবাদ ও পোকখালী। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ঈদগাঁহকে উপজেলায় রুপান্তরের দাবি করে আসছে অত্র জনপদের লাখো জনগোষ্ঠী । সম্প্রতি চকরিয়ায় মাতামুহুরী নামে প্রস্তাবিত উপজেলা বাস্তবায়নে সরকারি পত্র জারি হলে বৃহত্তর ঈদগাঁহ’র জনগণের প্রাণের দাবি তাদের স্বপ্নের উপজেলা বুঝি আর হবেনা এ শঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের ভুমিকা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার ঝড় তুলে। এ ঝড়ের রেশ না কাটতেই উপজেলা বাস্তবায়নের সংবাদ পৌছলে চারদিকে আনন্দের উচ্ছাস শুরু হয়।

এমনকি লোকজনদের বাজারে খুশিতে কুলাকোলি করতে দেখা যায়। তাদের ধারণা জনগণ মাতামুহুরি উপজেলা বাস্তবায়নের সংবাদের পর নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে সমালোচনা শুরু করে, তা পেয়ে তেতে উঠে নেতৃবৃন্দ । বিদ্যুৎ গতিতে সরকারের উচ্চ মহলে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এ পত্র জারি করে এ জনপদের জনগণকে বুঝিয়ে দিল কক্সবাজারের নেতৃবৃন্দ আন্তরিক হলে মুহূর্তে সবই পারে। হঠাৎ এ সংবাদ বিভিন্ন মাধ্যম ও পত্র মারফত ছড়িয়ে পড়লে উক্ত জনপদের সর্বমহলে আনন্দের জোয়ার বইতে শুরু করে। তারা অবিলম্বে এর বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের জরুরী সুদৃষ্টি কামনা করেন এবং যারা এ চেষ্টায় জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন