ফেনীনদীতে মৈত্রী সেতুর কাজ পরিদর্শন  ত্রিপুরার এমএলএ’র

রামগড়  প্রতিনিধি:

রামগড় সাব্রুম সীমান্তবর্তী ফেনীনদীতে বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ত্রিপুরার বিধান সভার নব নির্বাচিত সদস্য (এমএলএ) শংকর রায়।

রবিবার (১০মার্চ) তিনি সীমান্তের সাব্রুম অংশের সেতুর নির্মাণ কাজের প্রাক প্রস্তুতির কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এসময়  মৈত্রী সেতু নির্মাণ কাজের নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান  গুজরাটের দীনেশ চন্দ্র আর আগারওয়াল ইনফ্রাকন প্রাইভেট লি: এর  প্রজেক্ট ম্যানেজার জয়ন্ত কুমার দেসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমএলএ শংকর রায় কাজের অগ্রগতির খোঁজখবর নেন।
ভারত সরকারের  অর্থায়নে রামগড় সাব্রুম স্থলবন্দর চালুর জন্য ফেনীনদীর ওপর মৈত্রী সেতু  নির্মাণ হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন