বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান

unnamed (9) copy

 বাইশারী প্রতিনিধি:

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন বলেন, বন বাঁচলে দেশ বাঁচবে। বন বাঁচলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ সময় তিনি বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি থেকে বাঁচার জন্য সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।

পাশাপাশি সামাজিক বনায়নে উপকারভোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ সামাজিক বনায়ন বর্তমান সরকারের দারিদ্র বিমোচনের লক্ষ্যে একটি প্রকল্প। গাছ লাগিয়ে নিজের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গাছের পরিচর্যা করাও সকলের দায়িত্ব। তাছাড়া পরিবেশ রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

১৭ মে বুধবার সকাল দশটার সময় ঈদগড় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কেরামত আলী মল্লিক। ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক কক্সবাজার উত্তর বনবিভাগ মো. ইউছুফ হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি মো. আব্দুল হামিদ, ঈদগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহাজাহান, উপকারভোগী ডা. মো. আয়ুব আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুল আলম রিয়াদ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ফকরুল আলম, ভোমারিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, রামু থানার এএসআই মো. মোর্শেদ, সাংবাদিক কামাল শিশির, জাফর আলম, মো. শাহীন, ইউপি সদস্য শহিদুল্লাহসহ বন বিভাগের বিট কর্মকর্তাগণ। ওই অনুষ্ঠানে ২০ জন উপকারভোগী ও ১ জন বন্য হাতির আক্রমণে নিহত সহ মোট ২১ জনের মাঝে ১৭ লাখ টাকা চেক তুলে দেওয়া হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন