বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফল ভোগীদের মাঝে অর্থ প্রদান



নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির বরকল উপজেলায়  ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন, রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা এবং ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা ।

চেয়ারম্যান বৃষকেতু বলেন, প্রাকৃতিক বন রক্ষাকারীদের শুধু বন রক্ষা করলে চলবে না, বন্য প্রাণীদের রক্ষা করে আমাদের জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে মৌজা বন এলাকার মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, প্রাকৃতিক মৌজা বন রক্ষা করে এলাকার মানুষ শুধু নিজেরাই উপকৃত হচ্ছে না, আমাদের সকলকে রক্ষা করছে। এলাকার মানুষ বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এই মৌজা বনের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলেই আগামীতে সরকারের আরো সুযোগ সুবিধা তারা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৌজা বন এলাকার ৩১৮টি পরিবারকে পরিবার পিছু নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন