Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বহিরাগত সন্ত্রাসীরাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত

Bgb-1 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ৩১ জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম ধৈয়ারবাপের পাড়া উপজাতী পল্লীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৩১বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ারুল আযীম বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তথা বিজিবি একই লাল রক্তে গড়া। আমাদের পরিচয় আমরা মানুষ। একে অপরকে আপন করে নিতে পারলেই এলাকায় সম্প্রীতি অটুট থাকবে।

এলাকার আইন শৃঙ্খলাসহ অপরাধ দমনে জনসাধারণকে বিজিবির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাইশারীতে সাম্প্রতিক সময়ে জঙ্গি, সন্ত্রাস বা চাদাঁবাজির ঘটনায় যাদের নাম প্রকাশ পেয়েছে তারা কোন না কোন ভাবে এ এলাকায় আশ্রিত হয়েছিল। তাই এসব সন্ত্রাস, চাদাঁবাজদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে বিজিবি প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আগামীতে অসহায়-গরীব উপজাতীয় ছাত্র-ছাত্রীদের সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এদিকে জোন কমান্ডার ধৈয়ারবাপের পাড়া উপজাতীয় পল্লীতে পৌঁছে বিজিবি কর্তৃক নির্মীত ৮টি শৌচাগার ঘুরে দেখেন এবং পানি ও বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন।

উপজাতীয় পল্লীর কারবারী মংক্যউ মার্মার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী, ব্যাটালিয়ন সদরের নায়েব সুবেদার খুরশেদ আলম বাদশা, ইউপি সদস্য আবদুর রহিম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, নিউহ্লা মং মার্মা।

নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংহ্লাগ্য মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য মুফিজুর রহমান, মোহাম্মদ শাহিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাবেক ইউপি মেম্বার আজিজুল হকসহ এলাকায় কয়েক শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনসাধারণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন