বাইশারীর উপজাতি পল্লীতে বন্য হাতির হানা

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপজাতীয় পল্লী নতুন চাক পাড়ায় বন্য হাতির দল হানা দিয়ে এক বসতঘর গুড়িয়ে দিয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন চাক পাড়া চাইহ্লা থোয়াই চাকের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

গৃহকর্তা চাইহ্লা থোয়াই চাক জানান, রাতে খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। এসময় বন্যহাতির দল এসে তার ঘরটি ভাঙ্গা শুরু করে। ঘটনাটি বুঝতে পেরে কৌশলে বাড়ি থেকে বের হওয়ায় পরিবারের সকল সদস্যরা হাতির আক্রমণ থেকে কোন রকমে প্রাণে রক্ষা পায়।

এসময় তার বৃদ্ধা মা ধুং মা চাক (৭০) আহত হয়েছে। বন্য হাতিটি তাণ্ডবে পুরো বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া ঘরে থাকা ধান ও চাউল খেয়ে ফেলে। যার ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি সদস্য আবদুর রহিম, আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন