বাঘাইছড়িতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে সরকারদলীয় নেতাসহ আহত ৭, থানা বিএনপির সম্পাদক আটক

image_40164

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির দু গ্রুপের সংর্ঘষে অন্তত ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, বিএনপির সেলিম উদ্দিন, আতাউর রহমান, কাজী মোস্তফা, আলী আকবর উপজেলা শ্রমিকলীগের নেতা রমজান আলী ও উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হালীম।

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারীকে আটক করেছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বাঘাইছড়ি পৌর বিএনপি ইফতার পার্টির মাইকিং করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারীর নেতৃত্বে একটি অংশ পৌর বিএনপির মাইক ভাংচুর করে।

এই ঘটনার রেশ ধরে পৌর বিএনপির নেতারা বৃহস্পতিবার রাত ৮টার দিকে পরিকল্পিতভাবে সম্পাদক সেলিম উদ্দিন বাহারী অনুসারী উপজেলা বিএনপি ও সমর্থিত দলের নেতাদের উপর হামলা চালালে এই আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত এই ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে। এ্ই ঘটনায় এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন