বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে দীর্ঘ ২১ দিন পর ঢাকা সিএমএসে চিকিৎসারত অবস্হায় আরও ১জনের মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে দীর্ঘ ২১ দিন পর ঢাকা সিএমএসে চিকিৎসারত অবস্হায় আরও ১জনের মৃত্যু হয়েছে। তিনি মৃত বিজয় কুমার‘র ছেলে নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় অফিস সহকারী।

সোমবার রাত এগারটায় সময় মারা গেছেন। তার শরীরে তিনটি গুলি ছিল দুইটি গুলি অপারেশনে বের করা হয়ে ছিল। নিহতের বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতন।

গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে ফেরার পথে বাঘাইছড়িরর ১১ কিলো নামক স্হানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন সাত জন। গুরুতর আহত ১৮ জনকে হেলি কপ্টারে চট্রগ্রাম সিএমএস পাঠানো হয়। সাত জনের অবস্হা অবনতি হলে তাদেরকে ঢাকা সিএমএসে পাঠানো হয়।

উল্ল্যাখ গত ১৮ মার্চ কংলাক, মাচালং, বাঘাইহাট কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফেরার পথে ১১ কিলো নামক স্হানে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে। এতে নিহত সংখ্যা বেড়ে ৮ জন। আহত হয় ২৮ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন