বাঘাইছড়িতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ সাংস্কৃতিক উৎসব ও মেলা

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় “সৃজনে বাংলাদে“ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০১৮ উপলক্ষে উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী  ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০অক্টোবর) সকাল ১০ঘটিকার সময় এ মেলা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে দীপ্তিমান চাকমা, ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ  সভাপতিত্বে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর  থেকে শুরু হয়ে চৌমুহনী শাপলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে  শেষ হয়।

কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেযারম্যান বড় ঋষি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন অফিসার ইনচার্জ বাঘাইছড়ি থানা, মো. আতাউর রহমান মৎস অফিসার বাঘাইছড়ি উপজেলা, বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ প্রমূখ।

উপজেলায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক /শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, ঘরে ঘরে বিদুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন বাস্তবায়িত প্রকল্পগুলো তুলে ধরে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন