বাঙ্গালীরাই বাংলাদেশের আদিবাসী


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
“সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালীদের সংবিধানিক অধিকার দিতে হবে, বাঙ্গালীরাই বাংলাদেশের আদিবাসী” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা।

বাংলাদেশের উপজাতিদের আদিবাসী স্বীকৃতির দাবীর আড়ালে লুকায়িত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার বাঙ্গালী তরুণরা অংশ নেয়।

মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে শুক্রবার প্রেসক্লাবের সামনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে একমাত্র আদিবাসী বাঙ্গালী। কিন্তু সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা বিষয়ে বাঙ্গালীদের অধিকার থেকে বঞ্চতি করা হচ্ছে। সর্বস্তরে বাঙ্গালীরা লাঞ্চনা ও র্নিযাতনের স্বীকার হচ্ছে। বান্দরবানের বিভিন্ন অফিসে আদালত উপজাতীদের দখলে। চাকরী বলেন বা টেন্ডার বলেন সব উপজাতীদের। আমাদের দাবী সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালীদের সংবিধানিক অধিকার  দিতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন