বান্দরবানকে সুন্দরভাবে গড়ে তুলতে ব্যবসায়ী-জনপ্রতিনিধি মিলে কাজ করতে হবে: পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- বান্দরবান সুন্দর পর্যটন নগরী। এই শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে ব্যবসায়ী-জনপ্রতিনিধি সবাইকে মিলে কাজ করতে হবে। ভেজাল মুক্ত, বিশ মুক্ত খাদ্য সামগ্রী বিপনন থেকে দূরে থাকতে হবে। মুনাফালোভী না হয়ে ক্রেতাদের সেবার মান বৃদ্ধি করতে হবে।

শনিবার (৩ আগষ্ঠ) রাত সাড়ে আটটায় বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ সব কথা বলেন পার্বত্যমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন- শুধু সাধারণ ছাত্র হলে হবে না। লেখাপড়ায় মেধাবী হতে হবে। কারণ তোমরা আগামীর সম্ভাবনা। শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে জেলার কলেজ পর্যায়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এদিকে অভিষেক অনুষ্ঠান ঘিরে শহরের অরুন সারকি হল এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল এমরান এএফডব্লিউ, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাশ।

বাজার মুদি দোকান ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিঃ এর নব-নির্বাচিত সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি নিখিল কর্মকার, সহ-সভাপতি উজ্জল চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, পার্বত্যমন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন