বান্দরবানের ৬ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ

বান্দরবানের ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে সাতটি উপজেলার মধ্যে ছয় উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়ে চূড়ান্ত প্রচারনায় নেমে পড়েছেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে চেয়ারম্যান পদের ১৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন  প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মোহামদ আবুল কালাম। এসময় অন্যদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেনসহ ছয় উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী একেএম জাহাঙ্গীর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) রাজু মং মারমা (টিয়া পাখী), বিধান লালা (উড়ো জাহাজ) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার (কলস), রইসা প্রু মারমা (ফুটবল)।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফরিদ (আনারস), চোচুমং মারমা  (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) মোহাম্মদ ইমরান (তালা), মো. জহির উদ্দিন (চশমা), মংলাওয়াই মারমা (টিউবওয়েল), এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. ওজিফা খাতুন রুবি (কলস), হামিদা চৌধুরী (ফুটবল), শামীমা আক্তার (প্রজাপতি)।

রুমা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী উহ্লাচিং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) নেতা অংথোয়াইচিং মারমা (আনারস), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) থাংখাম লিয়ান বম (তালা), জিংসম লিয়ান বম (চশমা), এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নুম্রাউ মারমা (প্রজাপতি), আরতি ত্রিপুরা (কলস)।

রোয়াংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চহাইমং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) নেতা ক্যবামং মারমা (আনারস), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) আথুইমং মারমা (তালা) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ক্রইচিং প্রু মারমা (প্রজাপতি)।

থানচি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী থোয়াইহ্লামং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ক্যহ্লাচিং মারমা (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) চসা থোয়াই মারমা (চশমা), চসিংমং মারমা (টিয়া পাখী), মালিরাম ত্রিপুরা (তালা), এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নুমেপ্রু মারমা (কলস), হাবৈরুং ত্রিপুরা (পদ্ধফুল)।

আলীকদম উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জামাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. আবুল কালাম  (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) মো. কফিল উদ্দিন (টিউবওয়েল), মো. সজিব কামাল (উড়ো জাহাজ), কাইনথম ম্রো (তালা), এবং নারী ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আক্তার (প্রজাপতি), ব্যরী মারমা (পদ্ধফুল), এনুছা মারমা (ফুটবল)।

প্রসঙ্গত, লামা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীর মৃত্যুর পর সেখানে প্রতিক বরাদ্দের দিন বৃদ্ধি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন