বান্দরবানে আড়াই শ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সদর হাসপাতালকে এক শ শয্যা থেকে আড়াই শ শয্যায় উন্নীত করণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার(১৬ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ২৫০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের চিকিৎসায় আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশেও এখন চিকিৎসকরা উন্নত চিকিৎসা দিতে সক্ষম হয়েছে। ২৫০ শয্যায় হাসপাতালটি চালু করে আধুনিকায়ন করা হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকেও আরও আধুনিকায়ন করে চিকিৎসা সেবা বাড়ানো হবে।

এ উপলক্ষে হাসপাতাল চত্ত্বরে আলোচনা সভায় জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, ড. অংচালু, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, গণপূর্ত বিভাগের নির্বার্হী প্রকৌশলী মনিরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

৫০ শয্যার বান্দরবান সদর হাসপাতালকে ২০০১ সালে একশ শয্যায় উন্নীত হয়। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ২৫০ শয্যায় হাসপাতাল ভবটি বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন