বান্দরবানে কাজী মুজিবসহ দুইজনের জামিন

fec-image

বান্দরবানে মিছিল থেকে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান।

রবিবার (২৫ আগস্ট) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন দুইজনের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন কাজী মুজিবুর রহমান (৪৮) ও তার ছোট ভাই ইকবাল হোসেন (৩২)।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এডভোকেট জিয়াউল হক।

এর আগে ২২ আগস্ট বান্দরবান শহরে একটি মিছিল থেকে হামলার অভিযোগ এনে কাজী মুজিবসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা নগর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন।

ঘটনার পাঁচদিনের মাথায় রবিবার তিন আসামীর মধ্যে দুইজন জামিন লাভ করলেও অপরজন পলাতক রয়েছে।

এদিকে, কাজী মুজিবের জামিন লাভের পর আদালত চত্বরে তার কিছু অনুসারী জড়ো হয়। এ সময় তিনি উপস্থিতদের উদ্দেশ্যে তাদের চলমান আন্দোলনে সবাইকে একসাথে থাকার আহ্বান জানান।

জানা গেছে, রুমায় তিন বাঙ্গালি অপহরনের ঘটনায় ২১ আগষ্ট বান্দরবান পৌর শহরে বাঙ্গালি ছাত্র পরিষদ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শত শত মানুষ বিক্ষোভ করে। ওই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন একসময়কার বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা (বর্তমানে বহিষ্কৃত) কাজী মুজিবুর রহমান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, কাজী মুজিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন