বান্দরবানে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা

Bandarban pic-19.1

স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে আবির্ভূত হন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা উত্তর দূ:সহ স্বৈরাচারী দূ:শাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাঁধাগ্রস্থ ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান নিশ্চিত করেন মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। উৎপাদনের রাজনীতি প্রবর্তন করে তিনি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সক্ষম হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশ বিপন্ন। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র উদ্ধারের শপথ নিয়েছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা, জন্মবার্ষিকী, জিয়াউর রহমানের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন