“বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার সময় ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।”

বান্দরবানে মিছিলের পর ধরপাকড় চলছে: আটক ৪

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিলের পর বান্দরবানে পুলিশের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৫জুন) জেলা যুবদলের এই বিক্ষোভ মিছিলের পর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণিকে নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক। এরপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের আরো ৩জনকে আটক করা হয়েছে।

তারা হলেন- সদর উপজেলা বিএনপি নেতা সারওয়ার জামান, পৌর ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও সদর উপজেলা যুবদল সাধারণ সম্পাদক হেলাল হোসেন (সুয়ালক)।

আটকের বিষয় নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন- বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার সময় ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতিসহ ৪জনকে আটকের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ধরপাকড়, বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন