“একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেইচা রাস্তার মুখে খাদে পড়ে গেলে ৬জন গুরুতর আহত হয়।”

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় আহত ৬

fec-image

 

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় ৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার( ১৩জুন) সন্ধ্যা ৬টায় বান্দরবান থেকে নরসিংদী এর উদ্দেশে যাত্রা করা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রেইচা রাস্তার মুখে খাদে পড়ে গেলে ৬জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন, রাজা মিয়া( ৪০) , সুমন (২৪),  জাহানারা বেগম (৪০),  সুমাইয়া (১৬) , রেহেনা আক্তার (৩২),  ইয়াসমিন আক্তার (২০)। আহতরা নরসিন্দির মাদব পুরের বাসিন্দা।

দূর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে বর্তমানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান, আমরা লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেছি। বর্তমানে তাদের বান্দরবান সদর হাসপাতালের সকল রকম চিকিৎসার ব্যবস্থা চলছে। এছাড়াও আহত ব্যক্তিদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরো জানান, পাহাড়ি উঁচু-নিচু ঢালু রাস্তাতে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে, সড়ক দুর্ঘটনায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন