“এ ব্রীজ নির্মাণ হলে কৃষি ও ব্যবসা খাতে ব্যাপক প্রসার ঘটবে।”

বান্দরবান একটি মডেল জেলায় পরিণত হবে: পার্বত্যমন্ত্রী 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,  জেলার বিভিন্ন উপজেলায়  কোটি কোটি টাকা ব্যয়ে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা বান্দরবান একটি মডেল জেলায় পরিণত হবে।

শনিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার শীলেরতুয়া-রুপসীপাড়া সড়কে মাতামুহুরী নদীর ওপর গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ ব্রীজ নির্মাণ হলে রুপসীপাড়া ইউনিয়নের সাথে উপজেলা সদরের দুর্গমতা কেটে যাওয়ার পাশাপাশি কৃষি ও ব্যবসা খাতে ব্যাপক প্রসার ঘটবে।

তিনি বলেন, বান্দরবান জেলার যেসব স্থানে রাস্তা, ঘাট, কালভার্ট, ব্রিজ, ফায়ার সার্ভিস, থানা ভবন, কলেজ, স্কুল, মাদ্রাসা, বাজার শেড, হাসপাতাল, মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ বিহার, স্কুল, মাদ্রাসা ও বিদ্যুৎ সংযোগ ছিলনা বর্তমান সেসব স্থানে সব ধরণের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার সভাপতিত্বে ব্রীজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মোবাশ্বের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লক্ষীপদ দাশ ও টিংটিং ম্যা মার্মা, স্থানীয সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দিন উন্নয়ন বোর্ডের সুপার ভাইজার প্রশান্ত ভট্টাচার্য  প্রমুখ।

এর আগে মন্ত্রী লামা-ফাঁসিয়াখালী সড়কে কুমারী সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শেষে ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিট ডে মিলের উদ্বোধন করেন। পরে পাশের আলীকদম উপজেলার আবাসিক ছাত্র/ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর, আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক হতে মংসিং হেডম্যান পাড়া রাস্তার কার্পেটিংয়ের ভিত্তিপ্রস্তর ও বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ উদ্বোধন শেষে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মডেল জেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন