বান্দরবান পৌর এলাকায় কেটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

Bandarban porosova pic-24.5

স্টাফ রিপোর্টার, বান্দরবান:
বান্দরবান পৌর এলাকার তিনটি নির্মিত সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার সড়কগুলোর  উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুইখই,পৌর কাউন্সিলর দীলিপ বড়ুযা, মো.আলী, মো.আবু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি বলেন, বর্তমান সরকার আমলে গ্রামীণ এলাকার রাস্তাঘাটসহ ধর্মীয় অবকাঠামো নির্মানসহ সাধারণ সাধারণ জনগনের সব ধরনের সুবিধা করে আসছে। তারই অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার গ্রামে গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুণনির্মাণ ও রাস্তার সংস্কার ও মেরামত কাজে বিপুল অর্থ ব্যয় করছে সরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো।

এদিকে বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা জানান, ADB,KFW,GIZ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে জাদি পাড়া রাস্তা এবং ড্রেন, হর্টিকালচার হতে সিকদার পাড়া পর্যন্ত এবং বালাঘাটা বাজার হতে গোদার পাড় হয়ে সুরেন্দ্র পাড়া পর্যন্ত কার্পেটিং ও সিলকোট রাস্তার কাজ কোটি টাকা ব্যায়ে মেরামত ও নির্মান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যনিউজ, বান্দরবান, বীর বাহাদুর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন