বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ 

fec-image

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। এসময় একটি মোবাইল সেট ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবা ও মালামালের মূল্য ৫ লাখ ৯১ হাজার ৫০ টাকা বলে বিজিবি জানিয়েছেন। আটককৃত রোহিঙ্গা যুবক হলেন মোহাম্মদ আবছার। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের মীর হাশিমের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে এ অভিযান চালানো হয়।

শুক্রবার(১৬ আগস্ট) দুপুরে রামু থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয় বলে রামু থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

অপর দিকে একই দিন রাত সাড়ে দশটার দিকে উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির পিছনের ডালার ঢ়ুলস বাক্সের ভিতরে লুকায়িত অবস্থায় দুই হাজার আটশত পিস ইয়াবা সহ আবদুর রহিম নামের এক যুবককে আটক করেন। সে লক্ষীপুরের হাবিবপুর গ্রামের নুর উল্লাহ ছেলে।

এসময় বিজিবি সদস্যরা ইয়াবা বহনের দায়ে প্রাইভেট গাড়িটি জব্দ করেন। এছাড়া নগদ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবা ও গাড়ির মূল্য ২৪ লাখ ৪৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। ৩৪ বিজিবির উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন