বেপরোয়া ছিনতাইকারী চক্র, আটক ১

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।

প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে ঘরতে আসা পর্যটকদের মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ও নগদ টাকা সহ সর্বস্ব ছিনতাই হচ্ছে। তাছাড়া সৈকতে ছিনতাইকারীদের পাশাপাশি সক্রিয় রয়েছে মলম পার্টিও।

সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিষ্ট পুলিশ ওসব অপরাধীদের আটকে সজাগ থাকলেও তাদের চোঁখকে ফাঁকি দিয়ে ছিনতাইকারীদের হাতে ট্যুরিষ্ট পুলিশের সদস্য খুনের ঘটনা সহ নানা অপরাধ ঘটছেই।

এদিকে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সৈকতে বেড়াতে আসা এক পর্যটকের মোবাইল ছিনতাইকালে নাবিল নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন ট্যুরিষ্ট পুলিশের ইনসপেক্টর শাকের আহমদের নেতৃত্বে একদল পুলিশ।

পরে ধৃত ছিনতাইকারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ঘটনায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ইনসপেক্টর শাকের।

ধৃত ছিনতাইকারী কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার আলী হোসেনের ছেলে বলে জানা গেছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন