বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবিতে রাঙামাটিতে অনশন

নিজস্ব প্রতিনিধি:

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাঙামাটিতে প্রতীকি অনশন কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (৮মার্চ) রাঙামাটি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি রাঙামাটি শাখার সভাপতি মো. মঈন উদ্দীন  এর সভাপতিত্বে কর্মসূচিতে  উপস্থিত আছেন, সচিব শিবলী শান্তি চাকমা, যুগ্ম সচিব দীপ্তি চাকমা, সাধন দেব চাকমা, প্রচার সম্পাদক বিপিন বিকাশ চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সমগ্র বাংলাদেশে এ মেরুদণ্ড মজবুত করার কাজটি নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন ২৬হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৫লক্ষাধিক শিক্ষক। এর মধ্যে শতকরা ৯০ভাগ বেসরকারি শিক্ষক। কিন্তু বর্তমানে বেসরকারি শিক্ষকরা নানা বৈষম্য ও অবহেলার  শিকার হচ্ছেন। অনেক আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত এবং  শিক্ষক-কর্মচারীদের কিছু দাবি আদায় হলেও চাকরী এখনও এমপিও ভুক্ত হয়নি। তাই চাকরী জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান এসব শিক্ষক নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন