‘বেস্ট তামিল ওয়ারেন্ট’ সম্মাননা পেলেন চকরিয়া থানার এসআই

চকরিয়া প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ কক্সবাজারের চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ “বেস্ট তামিল ওয়ারেন্ট” পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন। জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

জেলা পুলিশের আয়োজনে কক্সবাজার পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে “মাসিক কল্যাণ ও অপরাধ” সভা অনুষ্ঠানে সোমবার (১৫ জানুয়ারি) তাকে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) মো. আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম।

এ সময় পুলিশ লাইন্স, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ মূলক কার্যক্রম, কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চৌকষ পুলিশ কর্মকর্তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, চকরিয়া থানা পুলিশের তামিল ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে কর্মদক্ষতায় থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়াকে জেলার শ্রেষ্ঠ “বেস্ট তামিল ওয়ারেন্ট” পুলিশ অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তিনি ইতোপূর্বে অপরাধ নিয়ন্ত্রণ, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকায় জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে “মাদার তেরেসা গোল্ড মেডেল” সম্মাননা পদকে ভূষিত করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। তিনি স্বীয় কর্ম এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ও বাংলাদেশ পুলিশ বিভাগের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে এ সম্মাননা প্রদান করায় তিনি জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন