ব্যালেটের মাধ্যমে মহালছড়ি উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব

fec-image

ব্যালেটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল মহালছড়ি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বিএনপির কাউন্সিল।

সকাল ৯টা থেকে স্থানীয় আদর্শ যুব সংঘ ক্লাবে কাউন্সিলাররা লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।। বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

কাউন্সিলের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা বিএনপির ব্যালটের মাধ্যমে ফলাফল ঘোষণার সিন্ধান্ত নেয়। ১৪৯ জন কাউন্সিলারের মধ্যে ১৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গনণার পর বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে মো. আনোয়ার হোসেন ছাতা প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হোসেন মো. বাবু ৬৪ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল সাত্তার কাঁঠাল পতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী মো. ছানোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে ৫৬ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে  টেবিল প্রতীক নিয়ে মো. রাজু আহমেদ ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী  শহিদল ইসলাম বকুল বটগাছ প্রতীক নিয়ে ৬৩ ভোট পান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. খালেদ মাসুদ সাগর ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মো. ফরহাদ মাছ প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাস সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ বিএনপি-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা, বিএনপির, ব্যালেটের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন