Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

ভারুখালীর ন্যায় প্রতিটি ইউনিয়নে উন্নয়ন করা হবে – রামুতে সাংসদ কমল

murad

রামু (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের সদর উপজেলার ভারুখালীর মত প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

শনিবার বিকেলে সদর উপজেলার পূর্ব ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সড়ক ও সেতু উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কক্সবাজার-রামুতে ব্যাপক উন্নয়ন করছে সরকার। সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণসহ জনসাধারণের সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অচিরেই অন্যান্য ইউনিয়নের অসামাপ্ত উন্নয়ন কাজ শেষ করে কক্সবাজার-রামুর প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মাদু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীবুল হক রিকু, সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর নুর কাজিব আব্দু, ইউপি সদস্য আবুল কাশেম ও সাহাব উদ্দিন প্রমূখ।

এদিকে, সাংসদ কমলের আগমণকে স্বাগত জানিয়ে স্থানীয়রা উল্টাখালী থেকে ভারুয়াখালী পর্যন্ত শতাধিত তোরণ নির্মাণ করেন। এর আগে সকাল ১০ টার দিকে সাংসদ সাইমুম সরওয়ার কমল ভারুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি উল্টাখালী পৌছলে হাজারো জনতা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়, উল্টাখালী উচ্চ বিদ্যালয়, দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল, ভারুয়াখালী মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি এসব প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হল- ভারুয়াখালী ডিসি রোড থেকে মোতাহার হোসেনের বাড়ি পর্যন্ত ডাবল ব্রীক সলিং সড়ক, মোতাহার হোসেনের বাড়ি থেকে কোনার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়ক, চাইন্দামোরা-নতুনপাড়া সংযোগ সেতু, চচুলামুরা ভারিঙ্গা খালের উপর নির্মিত সেতু উদ্বোধন, পানির ছড়া বটতলা থেকে ভারুয়াখালী পশ্চিমপাড়া পর্যন্ত ব্রীক সলিং রাস্তা, ভারুয়াখালী সওদাগর পাড়া সড়ক, আনুর দোকান থেকে আবু শাহমা প্রাথমিক বিদ্যালয় পর্য্নত সড়ক নির্মাণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন