মহালছড়িতে প্রতিবন্ধী শনাক্তকরণ ও মাত্রা নিরূপনের কার্যক্রম শুরু

Mahalchari protibondi 19-05-2014
নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি:
খাগড়াছড়ি’র মহালছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবন্ধী শনাক্তকরণ ও মাত্রা নিরূপনের কার্যক্রম ছবি তোলার কাজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালনায় ও স্থানীয় এনজিও ভালেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮মে রবিবার থেকে শুরু হয়েছে।

প্রথম পর্যায়ে মহালছড়ি সদর ইউনিয়নের মধ্যে ১৮-১৯মে সোমবার পর্যন্ত ৩১২ জনের মধ্যে ২৩২ জন প্রতিবন্ধীর ছবি তোলার কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৫টি ইউনিয়নে এক নাগারে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভালেদী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নীল রঞ্জন চাকমা।

কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মেডিকেল অফিসার ডা: সৌমেন চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার বিশ্বজিৎ চাকমা, ভালেদী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নীল রঞ্জন চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও সমাজ সেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহালছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন