মহালছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

khagrachari Mahalchari weman meting  pic1, 09-06-2016 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যেগ’ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মহিলা সমাবেশ মুবাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মহালছড়ি উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান কাকলী খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মিলন চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ মীর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব চাকমা।

এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ২নং মুবাছড়ি ইউপির ৪নং ওয়ার্ড এর সদস্য সুকন্ঠ চাকমা, সাংবাদিক দীপক সেন প্রমূখ। এ সময় ইউপি সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার নারীসহ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা, দারিদ্র ও বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়া। সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা কার্যক্রমসহ ১০টি বিশেষ উদ্যোগ সফল করতে চলেছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ২য় স্থানে রয়েছে। সিংহভাগ নারীদের কারণে পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর এ বিশেষ উদ্যোগ এর সফলতা সর্বস্তরের মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে সকলের প্রতি বক্তারা আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন