মহালছড়িতে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

রবিবার(২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় ১৬টি টিম নিয়ে  মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির প্রাঙ্গণে রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি সাগর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নিবার্হী অফিসার মো. নাদিম সারোয়ার, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা যুবলীগ এর সভাপতি দীপন ধর, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহালছড়ি উপজেলা ক্রীড়া সম্পাদক রোকন মিয়া প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, মহালছড়িতে রূপন মহাজনের স্মৃতি ধরে রাখা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গত বছর থেকেই রূপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে একদিকে রূপন মহাজনের স্মৃতি অমলিন থাকবে আর একদিকে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে।

আলোচনা শেষে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।

উল্লেখ্য, মহালছড়িতে ২০০৩ সালের ২৬ আগস্ট রূপন মহাজন বন্ধু-বান্ধবসহ মুবাছড়িতে এক ফুটবল খেলা দেখতে গেলে সেখান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে রূপন মহাজনের আর কোনো হদিস পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন