মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে আচমকা ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

সোমবার(১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কাটিংটিলা এলাকায় গত ৩১ মার্চ রাতে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি।

এ সময় এলাকার ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনকালে জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান পিএসসি বলেন, আচমকা এ ঘুর্ণিঝড়টি গরীব মানুষের অনেক ক্ষতি করেছে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। তাৎক্ষনিকভাবে বাড়ি-ঘর নির্মাণ করা যা এসব গরীব পরিবারের কখনো সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছে।  অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় সেনাবাহিনী থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আচমকা ঝড়ে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, বাগান-বাগিচা ও মানুষের ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন