মাটিরাঙ্গায় ইউপিডিএফ’র অবরোধ পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

কোন ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়াই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক মিঠুন চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ অবরোধের ডাক দেয়া হয়।

শনিবার(৬জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কের উপর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে সমর্থকরা। অবরোধের কারণে  উপজেলা সদরসহ আভ্যন্তরীন সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করলেও দুরপাল্লার উদ্দেশ্যে কোন যানবাহন ছেড়ে যায়নি। ইউপিডিএফের আকস্মিক সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা।

অবরোধকে ঘিরে যেকোন ধরনের নাশকতা এড়াতে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পুলিশের পাশাপাশি নিরাপত্তাবাহিনী ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য যে, প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক মিঠুন চাকমা বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার তলপেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন