মাটিরাঙ্গায় গীতা শিক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

শ্রীমদ্ভগবদগীতা সনাতনী সমাজের দলিল স্বরূপ, যার মাধ্যমে এই সম্প্রদায় পরিচালিত হতে পারে। গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান। একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের সভাপতি জগদীশ পাল‘র সভাপতিত্বে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মানিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা‘র সঞ্চালনায় অনুষ্ঠানে মহা আশীর্বাদক আনোয়ারা ব্রক্ষ মঠ ও চট্রগ্রাম মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও মঞ্চ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক ও খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ি জেলা সংসদের আহ্বায়ক প্রভাত তালুকদার প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনী। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক মাটিরাঙ্গা উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বিল্পব কান্তি দে।

এছাড়াও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক মনোরঞ্জন বনিক, মাটিরাঙ্গা উপজেলা হিন্দু, বৌন্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহকারী সদস্য সচিব বিকাশ সেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপ্রতি ব্রজলাল দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের টক্ষ থেকে ১শ ৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও ডায়রী বিতরণ করেন অনুষ্ঠানে উদ্বোধক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক সজল বরণ সেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন