মাটিরাঙ্গায় নির্মিত হলো ‘ফ্রিডম স্কোয়ার’

fec-image

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ফ্রিডম স্কোয়ার’। পাহাড়ে তাদের নিয়ে এটাই প্রথম ম্যুরাল।

ভাস্কর শিল্পী শ্যামল আচার্য্য ও সুষেন আচার্য্য নামের দুই সহোদরের গড়া এ ম্যুরালটি রোববার (৭ জুলাই) দুপুরের দিকে উন্মোচন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্সের সম্মুখভাগে বৃত্তাকার বেইজমেন্টে ৭ ফুট উচ্চতা ও ৯ ফুট প্রশ্বস্থ দুটি অর্ধ বৃত্তাকার ম্যুরালের মাঝখানে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রেপ্লিকা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র উদ্যোগে বৃহৎ আকারের ম্যুরাল ‘ফ্রিডম স্কোয়ার’ পাহাড়ী জনপদে মুক্তিযুদ্ধের চেতনা ছড়াবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই এ ম্যুরাল নির্মাণ করা হয়েছে জানিয়ে ফ্রিডম স্কোয়ারের উদ্যোক্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, এ ম্যুরালের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করে, তাদের ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি মাত্র। তিনি বলেন, প্রতিদিনই সর্বস্তরের মানুষ সরকারের সেবা নিতে উপজেলা পরিষদে আসেন তাঁরা যেন ‘ফ্রিডম স্কোয়ার’ দেখে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হন সে চিন্তা থেকেই আমার এ প্রচেষ্টা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নান্দনিক এ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আমাদেরকে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করবে।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বলেন, ‘ফ্রিডম স্কোয়ার’ মাটিরাঙ্গাকে নতুনভাবে পরিচিত করবে। দেশের অন্যতম সেরা এ ম্যুরাল ৭ই মার্চ ও মুক্তিযুদ্ধের চেতনা এ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে। এ ম্যুরাল স্থাপনের মাধ্যমে মাটিরাঙ্গাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফ্রিডম স্কোয়ারের উদ্যোক্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। আমরা যা ভাবতে পারিনি তিনি তাই করেছেন।

এমন উদ্যোগের প্রশংসা করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকারী কর্মকর্তারা দায়িত্বের প্রয়োজনে আসেন আবার চলে যান তবে তারা কিছু কাজ করে যান যার মাধ্যমে মানুষ যুগ যুগ তাদেরকে স্মরন করে। ‘ফ্রিডম স্কোয়ার’র মাধ্যমে এখানকার মানুষ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশকে মনে রাখবে।

এর আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ ‘স্বাধীনতা সোপান’ নির্মাণ করেন মাটিরাঙ্গার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। যা ২০১৭ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইতিহাসের নাম: ব্রিগে. জেনারেল সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন