মানিকছড়িতে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

fec-image

এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে (৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টায় মানিকছড়িতে আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়।

এ সময় মানিকছড়ি কলেজ কেন্দ্রের হলগুলোতে অন্ধকার নেমে আসে! প্রায় ২৫-৩০ মিনিট ঝড়বৃষ্টি চলমান থাকায় ৮শতাধিক পরীক্ষার্থীর বেশিরভাগ ছাত্রছাত্রীরা লেখা বন্ধ করে বসে থাকতে হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সময় বাড়িয়ে না দেয়ায় উত্তর অসমাপ্ত রেখেই হল ছাড়তে হয়েছে শিক্ষার্থীদের! এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

জানা গেছে, ৮ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষার চতুর্থ দিন। পরীক্ষার বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র। প্রতি দিনের ন্যায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসে ৯১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে গুইমারা সরকারি কলেজের ১৭৬জন, লক্ষ্মীছড়ি কলেজের ৪৩ জন এবং মানিকছড়ি সরকারি কলেজের ৬৯৫জন।

পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা পর হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এতে কলেজের হলগুলো অন্ধকার হয়ে যায! এ সময় নিরুপায় শিক্ষার্থীরা কলম থামিয়ে বসে থাকতে হয়েছে! ফলে শিক্ষার্থীরা লেখা অসমাপ্ত রেখেই বের হয়ে যেতে হয়েছে! অনেকে সময় বাড়িয়ে দেয়ার অনুরোধ করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নেয়নি! ফলে প্রকৃতির এমন আচরণে চরম ভোগান্তির শিকার হয়েছে পরীক্ষারা।

এ বিষয়ে জানতে হল সচিবের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তার মুঠোফোনটি বন্ধ থাকায় কথা বলার সুযোগ হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন