মানিকছড়িতে মন্দিরে আনা ভক্তদের খাবারে নেশা জাতীয় দ্রব্য: অসুস্থ অর্ধশতাধিক

Banta

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

গত মঙ্গলবার বৌদ্ধ পূর্ণিমার দিনে মানিকছড়ি ধর্মঘরস্থ বৌদ্ধ মন্দিরে ভক্তদের আনা খাবার খেয়ে বড় ভান্তে নরেন্দ্রা ভিক্ষুসহ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধ শতাধিক ভান্তে ও প্রাণী!

মন্দির সূত্রে জানা গেছে, বৌদ্ধ পুর্ণিমার দিনে এবং রাতে সাধারণত ভান্তেরা উপবাস থাকে। পরদিন সকালে (বুধবার) ভক্তদের আনা খাবার খেয়ে থাকেন ভান্তেরা। এরই অংশ হিসাবে ধর্মঘর মন্দিরে ভোর সকালে প্রতিবেশীরা দলে দলে খাবার নিয়ে মন্দিরে আসে। উক্ত খাবার খেয়ে বড় ভান্তেসহ অর্ধশতাধিক ভক্ত ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে দেখা যায় মন্দিরের বিড়াল, কুকুর সবই ঘুমিয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর পর্যন্ত কেউ না জাগায় চারদিকে খবরটি ছড়িয়ে পড়ে।

পরে হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম, ওসি কেশব চক্রবর্তী, ইউএনও সনজিদা শরমিন খবর পেয়ে চিকিৎসক দল মন্দিরে ছুটে যান। চিকিৎসক ডা. দিদারুল ইসলাম জানান, খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল বিধায়  এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ২২জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধীরে ধীরে সবার ঘুম কেটে গেলে সুস্থ হবে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা জানান, আমার এ মন্দিরটিতে ভক্তরা ভান্তের জন্য নিয়ে আসা খাবার খেয়ে মন্দির ও পাড়ার অর্ধশতাধিক লোক অসুস্থ। তিনি আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে, পাড়ার মংমেরীর ঘরে কে বা কারা গত রাতে ভান্তের জন্য রাখা খাবারে বিষ দেয় ঘরে চুরি করার উদ্দেশ্যে, যথারীতি রাতে ৫/৭জনের একটি দল ওই ঘরে প্রবেশ করলে তারা জেগে উঠলে চুরের দল পালিয়ে যায় এবং সকাল খাবার নিয়ে মন্দিরে আসলে সেগুলো ভান্তে ও ভক্তরা খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, মানিকছড়িকে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন