মায়াকাননে পানছড়ি ফুটবল একাডেমির বনভোজন

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

চেংগী নদীর পাশ দিয়ে গড়ে উঠা অপরূপ সৌন্দর্যের মায়াকাননকে আজ সোমবার (২০ আগষ্ট) সরগরম করে রাখে পানছড়ি ফুটবল একাডেমির অর্ধশতাধিক ক্ষুদে ফুটবলার। নাচে আর গানে মন মাতিয়ে তোলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তাদের আনন্দের ভাগীদার হতে দুপুরের মধ্যাহ্ন ভোজে প্রধান অতিথি হয়ে অংশ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। শুরুতেই তিনি অনুর্ধ্ব ১৬ জাতীয় দলে সুযোগ পাওয়া একাডেমির ফুটবলার রাশেদ, বিকেএসপিতে সুযোগ পাওয়া যোবায়ের ঈমন, প্রধান প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমা, শুভাশীষ চাকমাসহ বিভাগীয় পর্যায়ে খেলা খেলোয়াড়দের সাথে মত বিনিময় করেন।

এ সময় প্রধান অতিথি একাডেমির জন্য বিশ হাজার টাকা অনুদানসহ ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ওসি (তদন্ত) উত্তম চন্দ্র দেব, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, প্রেসক্লাব সভাপতি নূতন ধন চাকমা ও একাডেমির প্রধান উপদেষ্টা ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।

পানছড়ি উপজেলার নতুন বিনোদন কেন্দ্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের হাত ধরেই মায়াকানন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ঈদ শেষ হলেই তা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে এরি মাঝে দোলনা, নাগরদোলা, গোলঘর ও ক্যান্টিন শোভা বর্ধন করেছে মায়াকাননের। কিছুদিনের মধ্যে কেবল কার ও ইঞ্জিন চালিত রেলগাড়িও সংযুক্ত হচ্ছে বলে নিশ্চিত করেছে তত্বাবধানকারীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন