“গ্রামের এলাকার মধ্যে গোলাগুলির শব্দ শোনার পর ভয়ে তারা পালিয়ে এসেছে।”
আরাকান আর্মি-সামরিক বাহিনীর সংঘর্ষে

মিয়ানমারের চিন ছেড়ে পালিয়েছে শত শত মানুষ

fec-image

 

মিয়ানমারের সামরিক বাহিনী বা তাতমাদাও এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে আটকা পড়ার ভয়ে চিন রাজ্যের পালেটওয়া টাউনশিপ থেকে সাড়ে সাত শতাধিক মানুষ শহর এলাকার দিকে পালিয়ে গেছে।

স্থানীয় মানবিক সহায়তা গ্রুপের সেক্রেটারি উ কিয়াউ অং বলেন, “৮ জুন থেকে ১১ জুন সময়টাতে তারা শহরে এসেছে। ১৫০টি পরিবারের ৭৫২ জন সদস্য রয়েছে তাদের মধ্যে”।

তিনি বলেন, তারা পেইন নে তাবিন গ্রাম এলাকার তিনটি গ্রাম থেকে এসেছে। তিনটি ক্যাম্পে এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে।

স্থানীয় একটি খ্রিস্টান চার্চে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির অফিসে এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির অফিসে ক্যাম্প খোলা হয়েছে।

গ্রামের এলাকার মধ্যে গোলাগুলির শব্দ শোনার পর ভয়ে তারা পালিয়ে এসেছে।

উ কিয়াউ অং বলেন, “তারা এই ভয়ে চলে এসেছেন যে, তারা সেখানে সমস্যায় পড়তে পারেন বা তাদের কিছু একটা হয়ে যেতে পারে”।

চিন রাজ্য সরকার তাদেরকে ৫০০ ব্যাগ চাল দিয়েছে, এবং এর বাইরে স্বতন্ত্র দাতারাও তাদের জন্য ত্রাণ সামগ্রি দিচ্ছে। সূত্র:  সাউথ এশিয়ান মনিটর

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরাকান আর্মি-সামরিক বাহিনীর সংঘর্ষে, মিয়ানমারের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন