মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের করুণ বর্ণনা শুনলেন শান্তিতে নোবেল জয়ী ৩ নারী


উখিয়া প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন করতে শান্তিতে নোবেলজয়ী ৩ নারী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের করুণ বর্ণনা শুনেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছেন। তারা হলেন যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার, ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, শান্তিতে নোবেল জয়ী তিন নারী বিকেলে কুতুপালং ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে নতুন আশ্রিত মধুরছড়া নামক রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন।
এ প্রসঙ্গে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ক্যাম্প পরিদর্শনকালে শান্তিতে নোবেল জয়ী তিন নারী ধর্ষণের শিকার ৫জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় নারীপক্ষ এনজিও’র কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতে ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন তাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।
গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে নোবেল জয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তা তুলে ধরবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন