Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মিয়ানমার সংসদে সেনা প্রতিনিধিরা সরকার ও সামরিক বাহিনীর মধ্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার রাজধানী নেপিদাও এ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত একটি সংসদীয় সমাবেশে মিয়ানমারের সংসদে সেনাবাহিনীর নিযুক্ত প্রতিনিধিরা দেশটির সামরিক বাহিনী (তাতমাদাও) ও বেসামরিক এনএলডি সরকারের মধ্যে সহযোগিতার ভিত্তি তৈরির আহ্বান জানিয়েছে। লে. কর্নেল মোয়ে চাও এই সংসদীয় সমাবেশ গণতন্ত্রের ওপর সামরিক প্রতিনিধিদের পক্ষ থেকে একটি ডকুমেন্টেশন পেশ করে বলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকার এবং তাতমাদাওকে আলাদাভাবে দেখা উচিত নয় এবং এর পরিবর্তে তাদের একসাথে কাজ করা উচিত।

তিনি যুক্তি দেন “সহযোগিতা ভিত্তিক কার্যক্রম গণতন্ত্রকে রক্ষা করবে, যাতে এটি আরও বিকাশ পেতে পারে। গণতন্ত্রের নির্ধারকগুলো কিন্তু এমন কোন বিষয় নয় যার উপর গণতন্ত্রের চিরস্থায়ীত্ব নির্ভর করবে, বরং কোন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শক্তি এবং দক্ষতার উপর নির্ভর করে গণতন্ত্রের স্থায়িত্ব ”

তিনি যোগ করেন “গণতন্ত্র অন্য কোন দেশ থেকে নকল করে আনা যাবে না। এই দেশের ইতিহাস, ভূগোল এবং বাস্তবতা অনুযায়ী এর ডিজাইন করা উচিত। একটি সঠিক গণতন্ত্র তৈরি করতে না পারলে ফলাফল শেষপর্যন্ত প্রতিকূল হবে,”।

তিনি জনগণের জন্য শান্তি, রাষ্ট্রের স্থিতিশীলতা, জাতীয় পুনর্মিলন এবং আইনের শাসন রক্ষা করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) তাদের পক্ষের ডকুমেন্টেশন জমা দিয়ে বলেছে যে তারা ২০০৮ সালের সংবিধানিক সীমানার মধ্যে থেকে দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য কাজ করছে এবং দুর্নীতি মুক্ত প্রশাসন হওয়ার চেষ্টা করছে।

কালাউ আসনের এমপি পিওন ক্যাথি নাইিং এনএলডির পক্ষ থেকে এই ডকুমেন্টেশন জমা দেন। তিনি বলেন “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংস্কারের জন্য পরিকল্পনা তৈরির মধ্যে সীমিত নয়, এখানে মূলত [আমলাদের] তাদের মানসিকতা পরিবর্তন করতে এবং নৈতিকতার অনুভূতি ব্যক্ত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ,  যদিও কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে এর পরিবর্তন করতে চায় না অনেকে,”

প্রধান বিরোধীদল ইউনিয়ন সলিডারিটি এবং ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)সহ বিভিন্ন দলগুলো তাদের লিখিত বক্তব্য এদিন ডকুমেন্ট আকারে জমা দেয়।

 

সূত্র: south asian monitor

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন