Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ

zuckerburg

আন্তর্জাতিক ডেস্ক :

প্যারিস ও ক্যালিফোর্নিয়া হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা যখন সমালোচিত হতে শুরু করেছে ঠিক এরকম একটি সময়ে মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের মুসলমানদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। পশ্চিমা দেশের ইসলাম ধর্মের অনুসারীরা যখন ভীতসন্ত্রস্ত ভাবে দিন কা­­­­টাচ্ছে ঠিক তখন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের এই মন্তব্য যথেষ্ট গুরুত্ব বহন করছে।

বুধবার (০৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে মার্ক জুকারবার্গ বলেন, ‘আপনি যদি মুসলিম সম্প্রদায়ের একজন হন, ফেসবুকের সংগঠক হিসেবে আমি আপনাকে সব সময়ই ফেসবুকে স্বাগত জানাই। আপনার অধিকার রক্ষায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা এক সঙ্গে লড়াই করবো।’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ওই পোস্ট দেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।

 ফেসবুকের এই কর্নধার ইসলাম ধর্মাবলম্বীদের সম্বোধন করে বলেছেন, ‘আমি আমার সম্প্রদায় ও গোটা বিশ্বের মুসলিমদের প্রতি সমর্থন ব্যক্ত করছি। প্যারিস ও ক্যালিফোর্নিয়া হামলার পর মুসলিমরা কি ধরনের আতঙ্কের মধ্যে আছে তা আমি অনুভব করতে পারছি।’ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘একজন ইহুদি হিসেবে আমার কর্তব্য হচ্ছে সকল সম্প্রদায়ের বিপদে সাহায্য করা। ছোটবেলায় আমার বাবা-মা আমাকে এই শিক্ষাই দিয়েছেন।’

নিজের ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আজকে হয়ত আমাকে কেউ আঘাত করছে না। কিন্তু এই সম্প্রদায়ের (মুসলিম) বিরুদ্ধে যে হামলা শুরু হয়েছে একদিন তা আমাদের স্বাধীনতার ওপর আঘাত হানবে। সেদিন আমরা সবাই আহত হব।’ একই সঙ্গে তিনি এই মুসলিমদের জন্য একটি নিরাপদ বাসস্থান গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়, ‘আমরা তোমাদের অধিকারের জন্য লড়ব এবং তোমাদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য সংগ্রাম করব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন