রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

Rangamati Buddhist rally Pic 1

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধর্ধম প্রর্বতক গৌতম বুদ্ধের জন্মদিন। এই দিনেই গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ ও পরনির্বাণ লাভ করেন। রাঙামাটিতে দিনটিকে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মধ্যে দিয়ে পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে সকাল ৭টায় পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি শাখার উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাজবন বিহার পর্যন্ত এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ শোভা যাত্রায় বৌদ্ধ ধর্মালম্বী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহার কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। সকাল সাড়ে নয়টায় পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধমূর্তিদান, পিন্ডদান ও ধর্মালোচনা সভা এবং বিকালে প্রদীপ প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পূর্ন্যাথীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন বনভান্তের শিষ্য প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বুদ্ধ পূর্ণিমা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন