রাঙামাটির পুরোনো ঐতিহ্য ‘নৌকা’

নৌকা

পার্বত্যনিউজ ডেস্ক:

” রাঙামাটির পাহাড়ে চোখ জুরালো সাম্পান মাঝির গানে মন ভরালো “- এ গানটি হল রাঙামাটিবাসীর একটি নিজস্ব গান। যা শুনলে আসলে মন ভরে যায়। আপনি যখন রাঙামাটিতে ভ্রমণের জন্য আসবেন তখন সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখতে পাবেন। জেলেরা নদীতে মাছ ধরছে, নদী দিয়ে বাঁশের চালি (আঞ্চলিক ভাষা) দেখতে পাবেন। পর্যটকদের ভ্রমণ দৃশ্য দেখতে পাবেন। কিন্তু একটি বোটের পেছনে করে ছোট ছোট অসংখ্য নৌকা বেধে নিয়ে যাচ্ছে এ দৃশ্য খুব কম দেখতে পাবেন।

এভাবে বোটের পেছনে নৌকা বেঁধে নিয়ে যায় সাধারনত জেলেরা। তারা মাছ ধরার জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় যায়। নৌকা ধীরে চলে বলে তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য তাদের নৌকাগুলোকে দ্রুত গতির ইঞ্জিন চালিত বোটের সংগে বেধে নিয়ে যায় তাদের সুবিধার্থে। এমন একটি বিরল দৃশ্য চোখে পড়ে গত পরশু।

রাঙামাটি থেকে বিলাইছড়ি উপজেলা যাওয়ার পথে। এসব জেলেরা রাঙামাটি সদর থেকে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছিল মাছ ধরার জন্য। তারা সেখানে বেশ কিছুদিন থাকবে। আর প্রতিদিনের ধরা মাছ তাদের মধ্য থেকে কেউ একজন রাঙামাটি নিয়ে আসবে বিক্রি করার জন্য। এখন আর এভাবে মাছ ধরার দৃশ্য মোটেই চোখে পড়েনা। কারন এখন জেলেরা নৌকার বদলে ব্যবহার করে ইঞ্জিন চালিত বোট।

ছবি- আমিনুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন