রাঙ্গামাটিতে এতিমখানা ও মোনঘর শিশু সদনে জেলা পরিষদের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির ৫টি এতিমখানা ও ১টি শিশু সদনে ১৫ আগস্ট এতিম ও গরীব শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য  জেলা পরিষদ হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে  জেলা পরিষদ এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে এতিমখানার অধ্যক্ষ ও মোনঘর পরিচালনা কমিটির সভাপতির হাতে এ নগদ অর্থ তুলে দেন।

এসময় জেলা পরিষদ এর সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ প্রদানকালে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অকুতোভয় দেশপ্রেমিক স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা জাতির প্রাণপুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্তির শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শিশু যাতে পেট ভরে খেতে পারে সে লক্ষেই এ অর্থ প্রদান করা হচ্ছে।

চেয়ারম্যান শোকদিবসে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় এ মহান ব্যক্তি ও শাহাদাৎ বরণকারী পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন