রাঙ্গামাটিতে জয়ের মালা পরলেন দীপংকর তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করে অবশেষে জয়ের মালা গলায় পরলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি ২৯৯নং আসনে মোট ২০৩ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ২’শ ৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৩৬ এবং ধানের শীষ ৩১ হাজার ৪’শ ৩৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিম উদ্দিস ১ হাজার ৫শ ৫৮ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএকে পারভেজ তালুকদার পেয়েছেন ৪ শত ৮৩ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ২শ ৯৩। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৯শত ৯৮। সর্বমোট ৩ লক্ষ ৫ হাজার ২শ ৯১টি ভোট।

রাঙ্গামাটির সংসদীয় ২৯৯ নম্বর আসনে ১০টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে এই জেলার একমাত্র আসনটিতে ২০৩টি কেন্দ্রে ৪,১৮,২১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২০,৩৫৪ ও নারী ভোটার ১,৯৭,৮৬৩ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন