রাঙ্গামাটির বৌদ্ধ মন্দিরগুলোতে পুলিশের সতর্কতা জারী

fec-image

১৮ মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাঙামাটির সবকটি বৌদ্ধ মন্দিরে সতর্কতা জারী করেছে পুলিশ। এজন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এমন তথ্য জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির।

রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসন প্রাঙ্গণে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক (ডিসি) একে এম মামুনুর রশীদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুর ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি আলমগীর কবির জানান, মন্দিরগুলোতে সতর্কতামূলক নজরদারির পাশাপাশি পূর্ণ শক্তি নিয়োগ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, জেলার যে কোন স্থানে যে কোন সময় তল্লাশির চেক পোস্ট বসানো হবে। কাউকে সন্দেহের বাইরে রাখা হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যা করণীয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাই করা হবে।

রাঙ্গামাটির পাঁচশ’ বৌদ্ধ মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে জানিয়ে তিনি জানান, সকল ধরণের মানুষকে নিরাপত্তার আওতায় আনা হবে। এজন্য ধর্মীয় গুরুরা বাদ যাবে না। যাকে সন্দেহ হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রমাণ পেলে শাস্তি অবধারিত। দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব কিছু করতে  প্রস্তুত বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, সর্তকর্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন