রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোচনা সভা

Untitled-3 copy

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ ও প্রতিবেদন তৈরির লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিএসসি ফিসারিজ (অনার্স) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ৩৫জন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানাজ সুলতানা, সহকারী অধ্যাপক সোহেল রানা, লেকচারার মোসাদ্দেক আহমাদ দিপুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের এ জেলায় বসবাসরত সকল জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে জেলা পরিষদের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন