রাজস্থলীতে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি:

জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে টানা ৪ ঘন্টা মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মাহামুদুল হাসান পিএসসি এর নির্দেশনায় রাজস্থলী সাব জোন কর্তৃক ব্যবস্থাপনায় এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ওই মেডিক্যাল ক্যাম্পে দুর দুরান্ত থেকে আগত প্রায় ১৪০জন নারী-পুরুষ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন কাপ্তাই ৫ আরই ব্যাটলিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সৈয়দা তাসনুভা (তানাজ) এএমসি।

চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগী বসন্তমনি তঞ্চগ্যা, কুলসুমা বেগম, লানুমে মারমা, মজনু বেগম ও ইমাপ্রু মারমা বলেন, নিরাপত্তাবাহিনীর এ মহৎ উদ্যোগ পার্বত্য অঞ্চলের জন্য অত্যন্ত প্রশংসনীয়, কেননা পার্বত্য এলাকায় হত দরিদ্র, অসহায়, পাহাড়ি, বাঙ্গালীদের চিকিৎসা সেবা নিতে অনেক হিমশিম খেতে হয়। নিরাপত্তাবাহিনী আজ চিকিৎসা সেবা দিয়ে আমাদের এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙ্গালীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা বাংলাদেশ নিরাপত্তাবাহিনী কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়নের সকল সেনাদের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

নিরাপত্তাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ড যদি এ পার্বত্য অঞ্চলে অব্যাহত থাকে তাহলে পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে আরো বসবাসের মিলন মেলায় পরিনত হবে। নিরাপত্তাবাহিনীর চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ পেয়ে বৃদ্ধ হতে শিশুরা পর্যন্ত মহা খুশি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী সাব জোনের ওয়ারেন্ট অফিসার সোহরাওয়ার্দী, সাবেক ইউপি সদস্য মফিজ আহম্মদ তালুকদার সমাজ সেবক মো. আব্দুল শুক্কুর ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন