রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীরোত্তমের শাহাদাৎবার্ষিকী পালিত

রামগড় প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় শনিবার (২৭এপ্রিল) রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে।

১৯৭১ সালে ২৭ এপ্রিল খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাক হানাদার ও তাদের সহযোগী মিজোদের সাথে প্রচণ্ড সন্মুখ যুদ্ধে এ তরুণ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

এ বীর শহীদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যা নিকেতনে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে খতমে কোরআনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে অবস্থিত শহীদের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ  করা হয়।

সকাল ১০টায় স্কুলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল রহিম শহীদ আফতাবুল কাদের ও তাঁর ছোট ভাই শহীদ আহসানুল কাদেরসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধার  আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল রহিম দোয়া মাহফিল পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীরোত্তমের শাহাদাৎবার্ষিকী পালিত”

  1. রামগড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলনা আঃ হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন